আন্তর্জাতিক ডেস্ক:- তুরস্কের ইতিহাসে প্রথমবারের মতো নারী এমপিরা (পার্লামেন্ট সদস্য) হেডস্কার্ফ পরে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার মোট ২১ এমপি হেডস্কার্ফ পরে শপথ গ্রহণ করেন। এদের মধ্যে ১৮ জন ক্ষমতাসীন জাস্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সদস্য।
আর তিনজন পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (এইচডিপি) সদস্য।
একে পাটির আঙ্কারার ডেপুটি লুতফিয়া সেলভা ক্যাম প্রথম নারী এমপি হিসেবে হেডস্কার্ফ হিসেবে শপথ গ্রহণ করেন।
আর একে পার্টির রাজভা কাভাচি কান শপথ গ্রহণ করেন তার বড় বোন মার্ভে কাভাচির সেই হেডস্কার্ফ পরে, ১৯৯৯ সালে যেটা পরে তাকে শপথ নিতে দেয়া হয়নি।
তুরস্কে হেডস্কার্ফ নিষিদ্ধদ থাকায় মার্ভে কাভাচি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেন। তিনি ভার্চু পার্টি থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। তাকে হেডস্কার্ফ পরতে না দেয়া নিয়ে তুরস্কে ব্যাপক বুদ্ধিবৃত্তিক বিতর্ক হয়েছিল।