তুষার ঝড়- বিদ্যুতবিহীন অবস্থায় আমেরিকা ও কানাডার লাখ লাখ মানুষ

amঅনলাইন ডেস্ক :- আমেরিকা ও কানাডায় তুষার ঝড়ের কারণে এখনো লাখ লাখ মানুষ বিদ্যুতবিহীন অবস্থায় রয়েছে। প্রায় দুই লাখ পবিরারে বিদ্যুত নেই। সর্বশেষ খবর অনুযায়ী, গতরাতেও আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের ৭৯ হাজার বাড়িতে বিদ্যুত ছিল না। তুষার ঝড় শুরু হওয়ার পর থেকে ছয় লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বিদ্যুত বিভাগে কর্মরত পল গ্রাহাম জানিয়েছেন, বিদ্যুত পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে। বিদ্যুতের খুঁটিগুলোতে আরো কিছু পরিমাণ তুষার জমলে সেগুলো ভেঙে পড়বে। কানাডার পূর্বাঞ্চলের অবস্থাও একই ধরনের। সেখানকার লক্ষাধিক মানুষ বিদ্যুতবিহীন অবস্থায় রয়েছে। এর মধ্যে টরেন্টোর বাসিন্দা ৫৪ হাজার। টরেন্টোর মেয়র রোব ফর্ড সবাইকে সতর্ক করে দিয়ে বলেছেন, খারাপ আবহাওয়ার কারণে আরো বেশি বিদ্যুত বিভ্রাট হতে পারে। কয়েক দিন আগে ব্যাপক তুষার ঝড়ে আমেরিকা ও কানাডায় কমপক্ষে ৩০ জন মারা গেছে। খবর রেডিও তেহরান এর তাঃ-২৮ ডিসেম্বর২০১৩ #

 

Exit mobile version