ত্রিপুরায় কন্যাসন্তানকে জীবন্ত কবর দেয়ার চেষ্টা, পাষণ্ড বাবা গ্রেফতার

অনলাইন ডেস্ক:- ১০ বছর বয়সী কন্যাসন্তানকে জীবন্ত কবর দেয়ার চেষ্টার অভিযোগে এক পাষণ্ড বাবাকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ। ভারত-বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরার একটি গ্রামে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি জানিয়েছে, স্ত্রী যখন বাড়িতে ছিলেন না, সে সময় আবুল হোসেন নামে এক ব্যক্তি বাড়ির পেছনে একটা গর্ত খোঁড়েন।

এরপর নিজের মেয়ের হাত বেঁধে গর্তে পুঁতে ফেলার চেষ্টা করেন। মেয়েটি যাতে সাড়াশব্দ করতে না পারে, সেজন্য মুখও বেঁধে দেয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে আবুলের স্ত্রী ফিরে আসায়, বাঁশের ঝুড়ি দিয়ে মেয়েটিকে আড়াল করার চেষ্টা করেন তিনি।

স্ত্রীর সন্দেহ হলে চিৎকার শুরু করেন। এ সময় প্রতিবেশীরা ছুটে আসেন। তারাই বাঁশের ঝুড়ি সরিয়ে মেয়েটিকে উদ্ধার করেন। চাঞ্চল্যকর এ ঘটনার খবর প্রকাশ হয়ে পড়লে পুলিশ হত্যাচেষ্টার দায়ে পাষণ্ড বাবাকে গ্রেফতার করে।
এই অমানবিক ঘটনার কারণ সম্পর্কে পুলিশ বলছে, মেয়েকে পছন্দ করত না বাবা।খবর:রেডিও তেহরান, সেই কারণেই তাঁকে জীবিত কবর দেয়ার চেষ্টা করেছিল।

Exit mobile version