থাই প্রধানমন্ত্রীর বরখাস্তের আবেদন:কাল সিদ্ধান্ত দেবে আদালত

thai 7আন্তর্জাতিক ডেস্কঃ- থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে বরখাস্ত করা নিয়ে কয়েকজন সিনেটর যে আবেদন করেছেন সে বিষয়ে আগামীকাল (বুধবার) সিদ্ধান্ত দেবে দেশটির সাংবিধানিক আদালত।ইংলাক ক্ষমতার অপব্যবহার করেছেন বলে এসব সিনেটর আদালতে অভিযোগ করে তার বরখাস্তের আবেদন জানিয়েছেন। তবে, আদালতের রায় দেশটির চলমান সংকটকে আরো গভীর করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। অভিযোগে বলা হয়েছে- ২০১১ সালে নির্বাচনের পর দলের স্বার্থে জাতীয় নিরাপত্তা প্রধান থাভিল প্লিয়েনশ্রিকে সরিয়ে দেয়া হয়। আদালতের প্রধান চারুন ইন্তাচান বলেছেন, নয় সদস্যের বেঞ্চ অভিযোগ সম্পর্কে তথ্য-প্রমাণ নিয়ে পর্যাপ্ত শুনানি করেছে এবং এখন সিদ্ধান্ত দিতে প্রস্তুত। তিনি জানান, “শুনানি শেষ এবং আগামীকাল দুপুরে সিদ্ধান্ত দেয়া হবে।” সিনেটরদের এ অভিযোগ প্রধানমন্ত্রী ইংলাকের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক ধাক্কা বলে মনে করা হচ্ছে। দেশটির রাজনৈতিক সংকট যখন চরম অবস্থায় পৌঁছেছে তখন এ মামলার রায় হতে যাচ্ছে। থাই বিরোধীদলের বিক্ষোভকারীরা এখনো রাস্তায় রয়েছে। খবর- রেডিও তেহরান এর, ওদিকে ইংলাকের সমর্থকরাও প্রধানমন্ত্রীকে রক্ষার ঘোষণা দিয়ে মাঠে নামার কথা জানিয়েছে।

Exit mobile version