স্পোর্টস ডেস্ক:- ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার আজকের ম্যাচকে অনেকে ভারতের ব্যাটিংয়ের বিরুদ্ধে আফ্রিকার বোলিংয়ের লড়াই বলে অভিহিত করেছিলেন। কিন্তু ম্যাচে ভারতীয় ব্যাটিংয়ের শক্তি প্রমাণিত হলেও দক্ষিণ আফ্রিকার বোলিং শক্তি তেমন কোনো প্রভাবই ফেলতে পারেনি ধোনি বাহিনীর ওপর। দিনশেষে সেই শক্তিশালী ব্যাটিংয়ের সুবাদেই দক্ষিণ আফ্রিকাকে ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত।
ভারতের দেয়া ৩০৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪০.২ ওভারে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে গেছে ১৭৭ রানে। ১৩৭ রানের অনবদ্য সেঞ্চুরি করে ম্যান অব দি ম্যাচ হয়েছেন ভারতের শিখর ধাওয়ান।
ভারতের ৩০৭ রানের জবাব দিতে নেমে চতুর্থ ওভারেই ডি ককের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ৪০ রানের মাথায় ২২ রান করে মোহিত শর্মার বলে আউট হন আরেক ওপেনার হাশিম আমলা।
এরপর ডু প্লেসিসকে নিয়ে ৬৮ রানের জুটি গড়েন ডি ভিলিয়ার্স। তবে ৩০ রান করা ডি ভিলিয়ার্স রান আউটের শিকার হলে আবারো চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। চাপ সামলে ওঠার বদলে কিছুক্ষণ পর মোহিত শর্মার বলে ধাওয়ানের ক্যাচ হয়ে ফিরে যান ডু প্লেসিসও। ৬৫ বলে ফিফটি করা ডু প্লেসিস আউট হয়েছেন ৫৫ রানে।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। রবিচন্দ্র অশ্বিনকে রিভার্স সুইফ করতে গিয়ে আউট হন জেপি ডুমিনি। শেষ পর্যন্ত ৪০.২ ওভারেই অলআউট দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা তাদের শেষ সাত উইকেট হারায় মাত্র ৪৪ রানে। ৪১ রানে ৩ উইকেট নেন অশ্বিন।
এর আগে সকালে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানের মাথায় ডি ভিলিয়ার্সের সরাসরি থ্রোতে শূণ্য রানেই ফিরে যান রোহিত শর্মা। এরপর ধাওয়ানের সঙ্গে ১২৭ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে দেন বিরাট কোহলি। ইমরান তাহিরের বলে ডু প্লেসিসের ক্যাচ হওয়ার আগে ৬০ বলে ৪৬ রান করেন কোহলি।
তৃতীয় উইকেট জুটিতে আরো ১২৫ রান যোগ করেন ধাওয়ান-রাহানে জুটি। ১৩৭ রান করে পারনেলের বলে আমলার ক্যাচে পরিণত হন ধাওয়ান। ছেচল্লিশতম ওভারে ৭৯ রান করে রাহানে ফিরে গেলে থমকে যায় ভারতের রানের গতি। শেষমুহুর্তে ধোনির ১১ বলে ১৮ রানের ইনিংসে তিনশ পার করে ভারত।
প্রোটিয়াসদের হয়ে ৫৯ রান দিয়ে ২ উইকেট নেন মরনে মরকেল। আরেক পেসার ডেল স্টেইন এক উইকেট পেয়েছেন ৫৫ রানের বিনিময়ে। একটি করে উইকেট পেয়েছেন ইমরান তাহির, ওয়েন পারনেলও।
দক্ষিণ আফ্রিকাকে দাঁড়াতেই দিল না ভারত: ১৩০ রানে জয়ী ধোনিরা
Share This