অনলাইন ডেস্ক:- দক্ষিণ আফ্রিকার সাবেক কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা মারা গেছেন। মিঃ ম্যান্ডেলা ফুসফুসের জটিলতায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে। ৯৫ বছর বয়সে নিজের বাসভবনেই চিকিতসাধীন অবস্থায় তিনি মারা যান। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জেকব জুমা সেদেশের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক বার্তায় ম্যান্ডেলার মৃত্যুর খবর নিশ্চিত করেন। দক্ষিণ আফ্রিকায় যখন সংখ্যালঘু শেতাঙ্গ সম্প্রদায়ের আধিপত্য, নিপীড়ন ও বৈষম্যমূলক শাসন ব্যাবস্থা চলছিল তখন বর্ণবাদ বিরোধী আন্দোলন নিয়ে রাস্তায় নামেন ম্যান্ডেলা। প্রতিবাদী কর্মকাণ্ডের অপরাধে দীর্ঘ ২৭ বছর তিনি কারাবন্দী জীবন কাটিয়েছেন। তাঁর নেতৃত্বেই গত শতকের নব্বইয়ের দশকে দক্ষিণ আফ্রিকায় ঘটে শেতাঙ্গ শাষনের আধিপত্যের অবসান। খবর বিবিসি বাংলার শুক্রবার তাঃ- ০৬ডিসেম্বর২০১৩