দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়ায় অংশ নিচ্ছে ১০ হাজার মার্কিন সেনা

usa 10আন্তর্জাতিক ডেস্কঃ- আমেরিকা ও দক্ষিণ কোরিয়া নতুনকরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে। এ মহড়ায় আমেরিকার প্রায় দশ হাজার ও দক্ষিণ কোরিয়ার প্রায় পাঁচ হাজার সেনা অংশ নিচ্ছে। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এর কোড নাম দেয়া হয়েছে-‘টুইন ড্রাগন’। গত দুই দশকের মধ্যে এটিই হচ্ছে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সর্ববৃহত যৌথ সামরিক মহড়া। আগামী ৭ এপ্রিল পর্যন্ত মহড়া চলবে। জাপানের ওকিনাওয়ায় মোতায়েন মার্কিন সেনারাও এতে অংশ নিচ্ছে। উত্তর কোরিয়া মধ্যম পাল্লার দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর একদিন পর আজ এ মহড়া শুরু হলো। উত্তর কোরিয়া বলেছে, এটি হচ্ছে তাদের বিরুদ্ধে উস্কানিমূলক ততপরতা। এর মধ্যদিয়ে কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা আরো বাড়বে বলে দেশটি আশঙ্কা প্রকাশ করেছে।উত্তর কোরিয়ার শত্রুদেশ দক্ষিণ কোরিয়ায় স্থানীয়ভাবে ৩০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। প্রতি বছরই আমেরিকা ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়ার আয়োজন করে থাকে।সূত্র- তেহরান রেডিও।

Exit mobile version