দলীয় নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে উদ্দীপনা :

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :

দশম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে আওয়ামীলীগের একমাত্র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্র মনোনয়ন চূড়ান্ত হয়েছে। একারণে দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে নেতাকর্মীরা ততই উজ্জীবিত হয়ে উঠছে।

দলীয়সূত্রে জানা গেছে, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক মামলার কারণে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ প্রার্থী হতে পারেননি। তখন তার একান্ত অনুগত বরিশাল জেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুসকে দলীয় মনোনয়ন দেয়া হয়। তিনি ৪ দলীয় ঐক্যজোট প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে পরাজিত করে বিজয়ী হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামীলীগের একমাত্র প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহকে দল থেকে মনোনয়ন দেয়া হয়েছে। তিনি আওয়ামীলীগের একমাত্র প্রার্থী হওয়ায় দুই উপজেলার দলীয় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তিনি মনোনয়ন পাওয়ায় দীর্ঘদিন যারা দলীয় কর্মকান্ড থেকে দূরে ছিলেন পুনরায় তারা সক্রিয় হতে শুরু করেছেন। আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ ১৯৯১ ও ১৯৯৬ সালে এ আসন থেকে পর পর দু’বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে নির্বাচিত হয়ে তিনি জাতীয় সংসদের চিফ হুইপের দায়িত্ব সুনামের সাথে পালন করেন। এসময় তিনি এলাকায় বিভাগীয় বেবী হোম, বিভাগীয় কৃষি বিপনন কেন্দ্র, গৌরনদী-আগৈলঝাড়া-পয়সারহাট-গোপালগঞ্জ মহাসড়ক নির্মাণ, শিকারপুর ও দোয়ারিকা সেতু, পয়সারহাট সেতু, আগৈলঝাড়া ও গৌরনদী হাসপাতালকে ৫০ ময্যায় উন্নীতকরণ, গৌরনদী পৌরসভা বাস্তবায়ন, বিভিন্ন রাষ্ট্রায়াত্ব ব্যাংকের শাখা স্থাপন, বিভিন্ন সড়ক সংস্কার ও পাকাকরণসহ সমগ্র বরিশালের উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখেছিলেন।

Exit mobile version