বিনোদন ডেস্ক:- বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আপত্তির জবাব দিয়েছে ভারতের প্রভাবশালী মিডিয়া টাইমস অব ইন্ডিয়ায়। সোমবার দীপিকার ‘মাই পয়েন্ট অব ভিউ’ জবাবে ‘ডিয়ার দীপিকা, আওয়ার পয়েন্ট অব ভিউ’ শিরোনামে একটি লেখা প্রকাশ করেছে এই সংবাদ মাধ্যম। এত বলা হয়- দীপিকা, আমরা আপনার পর্দার পোশাক এবং বাস্তব জীবনের পোশাক পরার মন্তব্যকে মেনে নিচ্ছি। কিন্তু পর্দার বাইরেও মঞ্চ পরিবেশনা, ম্যাগাজিন প্রচ্ছদের ফটোশুট কিংবা ছবির প্রচারণায় ফটোশুটের সময় আপনি শরীর প্রদর্শন করেছেন। সেসব ছবিসহ অনেক মিডিয়ায় সংবাদও প্রকাশিত হয়েছে। তখন তো আপনি কিছু বলেননি। তবে এখন কেন এই ভণ্ডামি? হ্যাঁ, আমাদের খবরের শিরোনামটি আরও ভালো হতে পারত। কিন্তু খবরের কাগজ এবং অনলাইন সংবাদমাধ্যমের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। অনলাইনে চাঞ্চল্যকর খবরের শিরোনাম ব্যবহার করা বিরল কোনো ঘটনা নয়। ছবি প্রকাশে কারও অনুমতি লাগবে কিনা এমন প্রশ্ন ছুঁড়ে দিয়ে টাইমস ইন্ডিয়ার খোলা চিঠিতে আরও বলা হয়, দীপিকা জনসমক্ষে তুলেছেন এমন কোনো ছবি আমরা প্রকাশ করতে পারব কি পারব না, তার জন্য কি আমাদের তাঁর কাছে অনুমতি নিতে হবে? তারকারা পর্দার বাইরে যেসব ছবি তোলেন তা প্রকাশের জন্য কি তাহলে বিকল্প কোনো সেন্সর বোর্ড লাগবে? এমন নয় তো যে জনসমক্ষে তোলা দীপিকার ছবি লুকিয়ে কিংবা তাঁর অজ্ঞাতসারে তোলা হয়েছে। এই প্রতিবেদনের সাথে পূর্বে বিভিন্ন ম্যাগাজিন প্রকাশিত ও ফটোশ্যুটে তোলা দীপিকার খোলামেলা ছবিও জুড়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি এক অনুষ্ঠানে দীপিকার বুকের ভাঁজ প্রদর্শন নিয়ে ‘ওএমজি: দীপিকা পাড়ুকোন’স ক্লিভেজ শো’ শিরোনামের একটি খবর প্রকাশ করে টাইমস অব ইন্ডিয়া। এতে ব্যাপক চটে যান দীপিকা। প্রথমে টুইটারে ক্ষোভ প্রকাশ করে পরে দীপিকা তাঁর ফেসবুক পাতায় সব মিডিয়াকে উদ্দেশ করে ‘মাই পয়েন্ট অব ভিউ’ শিরোনামের একটি খোলা চিঠিতে কড়া মন্তব্য করেন। এক টুইটে দীপিকা বলেন, ‘ইয়েস, আই অ্যাম এ ওম্যান…আই হ্যাভ ক্লিভেজ! ইউ গট অ্যা প্রব্লেম!!??’ আরেকটি টুইটে দীপিকা বলেন, ‘নারীকে সম্মান করতে না জানলে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা না বলাই ভালো। এই টুইটের পর অন্যান্য সংবাদ মাধ্যমসহ অনেকেই দীপিকাকে সমর্থনে এগিয়ে আসেন। দীপিকাকে শান্ত করতে অবশ্য টাইমস অব ইন্ডিয়ার পক্ষ থেকে ‘আত্মরক্ষামূলক’ টুইট করে বলা হয়, ‘দীপিকার উচিত এটাকে প্রশংসা হিসেবে নেওয়া।’ এর জবাবে ‘মাই পয়েন্ট অব ভিউ’তে দীপিকা বলেন, চরিত্রের প্রয়োজনে পর্দায় পোশাক পরা আর বাস্তব জীবনে পোশাক পরা এক বিষয় নয়। কোনো নারী তারকা ইচ্ছে করে পোশাক বিভ্রাটের কবলে পড়েন না, দুর্ঘটনাবশত তা ঘটে যায়। খবর বিক্রির জন্য আজেবাজে শিরোনামে খবর প্রকাশের কোনো মানে হয় না। নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি পালটানোর জন্য আহ্বান জানান দীপিকা। একে অন্যকে ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধার চোখে দেখতে বলেন তিনি।সূত্র:ইন্টারনেট