দুঃখ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

hhhhhhhhhhhiঢাকা প্রতিনিধি, জি নিউজ,গতকাল বিকালে সংগঠনের লালবাগস্থ ঢাকা মহানগরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমির মাওলানা নূর হোসাইন কাসেমী বলেন, একুশে টেলিভিশনের প্রতিবেদক নাদিয়া শারমীনসহ সাংবাদিকদের ওপর শনিবার হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দলের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নুর  হোসাইন কাশেমী বলেন, ‘এ ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। তবে আমাদের বিশ্বাস, আমাদের কোনো নেতাকর্মী এটা ঘটাতে পারেন না। সরকার দলের কেউ মহাসমাবেশে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে।’

কাশেমী বলেন  দেশব্যপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ ও অহিংস হরতাল পালন করা হবে। নেতা-কর্মীদেরকে হাতে তসবিহ নিয়ে ও জিকির করে হরতাল পালনের আহ্বান জানিয়েছেন তিনি। জাগরণ মঞ্চ থেকে হরতাল প্রতিহতের ঘোষণার ব্যাপারে নূর হোসাইন কাসেমী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করবো। কেউ যদি আমাদের আক্রমণ করে, তাহলে তা প্রতিহত করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের। হরতাল চলাকালে পরিবহন মালিকদের যান চলাচল বন্ধ রাখা ঈমান রক্ষার আন্দোলনের অংশ বলে মন্তব্য করেন তিনি। গতকাল মহাসমাবেশ থেকে ফেরার পথে দেশের বিভিন্ন স্থানে হেফাজত কর্মীরা হামলার শিকার হয়েছেন দাবি করে নিন্দা জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মুফতি মোহাম্মদ ওয়াক্কাছ, মাওলানা আবদুল হাকিম, জাফরুল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

Exit mobile version