গবেষকরা একটি বিষয়ের ওপর জোর দিয়ে বলেন, একমাত্র একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়ালেই এসম্পর্ক আরো বেশি গভীর হতে থাকে। এধরনের কাজের ফলে দুটো মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠার যত নিশানা রয়েছে তা সব চেয়ে বেশি সুস্পষ্ট হয়ে ওঠে।এই মানসিকতা চর্চার ফলে একজন অপরজনকে আরো ভালো বুঝতে পারেন এবংদায়িত্ব শীলতা বাড়ে।
তবে যিনি এই সহযোগিতা প্রদান করছেন তার কাছে অপরজন নিজেকে দুর্বল, অভাবী অথবা অযোগ্য বলে মনে করতে পারেন। এতে সাহায্য গ্রহণ কারী নিজেকে বাড়তি ঝামেলা মনে করেনএবং নিজেকে গুটিয়ে নিতে চান।আবার যিনি সহযোগিতার হাত বাড়িয়েছেন তিনিও অপরজনকে অবহেলা, অবজ্ঞা এবংনিয়ন্ত্রণ করতে পারেন।আর এই সুযোগ থেকে তার দ্বারা নেতিবাচক কিছু ঘটতে পারে।
তাই কার্যকর ভাবে সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে যথাযথ শিক্ষা, আবেগ, সহানুভূতির চর্চা থাকতে হবে।ইতিবাচক সহযোগিতার মাধ্যমে মানুষ দুজনের সম্পর্ককে আরো বেশি অর্থপূর্ণ এবংমূল্যবান করে তুলতে পারে। সূত্র : হিন্দুস্তানটাইমস