অনলাইন ডেস্ক ,জিনিউজঃ- [আদালতে বো জিলাই ] চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা বো জিলাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। দুর্নীতি, অর্থ-আত্মসাত এবং ক্ষমতার অপব্যবহারের দায়ে তাকে দেশটির একটি আদালত আজ (রোববার) এ সাজা দিয়েছে। গত মাসে বো জিলাই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন। তবে, আদালত তার পক্ষে উপস্থাপন করা সব তথ্য-প্রমাণ নাকচ করে দিয়েছে। বো আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রাত্যহারের দাবি জানালেও তা নাকচ করা হয়। তিনি জিলাই দাবি করেছিলেন, চাপের মুখে স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছেন। চীনা কমিউনিস্ট পার্টির সাবেক এ নেতার বিরুদ্ধে ৩৩ লাখ ডলার ঘুষ নেয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। বো জিলাই এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন কিনা তা এখনো পরিষ্কার নয়। তবে, বিশ্লেষক মহল এবং তার সমর্থকরা মনে করছেন, রাজনৈতিক কারণেই বো জিলাইকে অভিযুক্ত করা হয়েছে। এর আগে এক ব্রিটিশ নাগরিককে হত্যার জন্য তার স্ত্রী অভিযুক্ত হয়েছেন। রেডিও তেহরান তাঃ-২২ সেপ্টেম্বর ২০১৩