অনলাইন ডেস্ক:- রাত জেগে প্রেমিক-প্রেমিকাদের মধ্যে সেক্সটিংয়ের প্রবণতা এ দেশে যেভাবে বাড়ছে, সেই বাজার ধরতে এবার এল ‘সেক্সটিং ইমোজি’। সেক্স আর টেক্সট মেসেজকে একযোগে নিজের পছন্দসই শব্দে, ছবিতে ভরিয়ে ইনবক্স সাজিয়ে তোলার নেশায় চুর ইয়ং জেনারেশন। ‘সেক্সটিং’ পুষিয়ে দেয় মন ছোঁওয়া শরীরী সাধ। আপাত ‘ভালগার’ শুনে গা রি-রি করলেও, নিজের মতো ভাল থাকার এই জগতে ক্ষণিকের আনন্দযাপন। সেই আনন্দকে টইটম্বুর করতে এবার ফ্লার্টমোজিস নিয়ে এল ২০টিরও বেশি সেক্টিং ইমোজি। www.flirtmoji.co ওয়েবসাইটে ঢুকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে এই ইমোজিগুলি। যেহেতু গুগল ও অ্যাপেল নিজেদের স্টোরে প্রাপ্তবয়স্কদের জন্য ইমোজি ডাউনলোড করার অপশন দেয় না, তাই ফ্লার্টমোজির ওয়েবসাইট থেকে নিজের স্মার্টফোনে ডাউনলোড করতে হবে। তারপরেই চুটিয়ে করতে পারেন সেক্সটিং। সেক্সটিং চলে কেমন করে? এই আলোচনা শুরু হয় অপর প্রান্তের মানুষটি কী পোশাক পরে আছে, তাই দিয়ে! তার পরবর্তী ধাপে দুই প্রান্তের নানা শারীরিক চাহিদা ফুটে ওঠে সেক্সটিং-এ। চালাচালি হতে পারে নিজেদের একাধিক নগ্ন শরীরের ছবি বা পর্ন ছবি। সূত্র:ওয়েবসাইট