২৩ জুন হাসপাতালে বেলা ১১ টার সময় ‘এ্যালকো ফার্মা’ নামক ঔষধ কোম্পানীর রিপ্রেজেনটেটিভ ডাক্তারের রুমে ভীড় জমায় এবং বহিরাগতদের দিয়ে হাসপাতালে রিসিপশনে সিলিপ প্রদান, নাবালককে দিয়ে ঔষধ বিতরণ করার ছবি ক্যামেরা বন্দি করে দৈনিক আমাদের সময় এর সাংবাদিক আবুমুছা স্বপন। ওই সময় স্টোর রুমে থাকা সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) লাইলী বেগম ছবি তোলাকালে ক্যামেরায় লাঠি দ্বারা আঘাত করে। এক পর্যায়ে প্রতিবেদককেও মারমূখী অবস্থান নিলে কৌশলে হাসপাতালের বাহিরে আসেন প্রতিবেদক। এবং বিভিন্ন হুমকি ধামকি দিকে থাকে।
এ বিষয়ে ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার হোসেন আহমেদ তীব্র প্রতিবাদ ও নিন্দা করেন। এ ঘটনায় হাসপাতালের স্বাস্থ্য প্রশাসক ডা. গঙ্গাগোবিন্দ পাল ঘটনার বিষয়ে ব্যবস্থা নিবেন বলে কৌশলে এড়িয়ে যান এই স্বাস্থ্য প্রশাসক। মুলত তার বিরুদ্ধে কর্মস্থলে কাজ ফাকির অভিযোগে আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি অনিয়ম ও দূর্নীতির সংবাদ প্রকাশ করায় এই হামলা চালানো হয় বলে সাংবাদিকরা মনে করেন। ঘটনার প্রতিক্রিয়ায় তাৎক্ষনিকভাবে ধামইরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল্লাহ হামিদীর সভাপতিত্বে এক প্রতিবাদ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তাগণ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী হাসপাতাল কর্মকর্তার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানানো হয়।