দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমেই সমাজে ন্যায্যতা ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব

সাতক্ষীরা প্রতিনিধিঃদৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমেই সমাজে ন্যায্যতা ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করে যুব সমাজ। তাদের মতে, বৈষম্যের কারণে পরিবার থেকেই শুরু হয় দ্বন্দ্ব। ধনী-দরিদ্র, নারী-পুরুষ, ছোট-বড় সবক্ষেত্রেই বৈষম্যের কারণে সমাজে সৃষ্টি হচ্ছে দ্বন্দ্ব-সংঘাত-সহিংসতা। তাই বৈষম্য কমানো সম্ভব হলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। অধিকার থেকে বঞ্চিত হবে না কেউ।
মঙ্গলবার সাতক্ষীরায় ‘সামাজিক সহিংসতা ও দ্বন্দ্ব ন্যায্যতা ও শান্তি প্রতিষ্ঠা’ শীর্ষক এক সংলাপে অংশগ্রহণকারী যুবরা এই মতামত ব্যক্ত করেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সাতক্ষীরা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত এই সংলাপে ধারণাপত্র উপস্থাপন করেন জেন্ডার ও উন্নয়ন সেলের সমš^য়ক ফেরদৌসি রিতা।
সাতক্ষীরা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রাসেল মাহমুদের সভাপতিত্বে সংলাপে অংশ নেন সুব্রত সরকার, আসাদুল ইসলাম, শাহরিয়ার আলম, মো. আব্দুল্লাহ, সুমন কুমার বিশ্বাস, সাইদুর রহমান, বাহলুল করিম, রাশেদুজ্জামান, আব্দুর রহিম, নাহিদ হাসান, শাহিনুর রহমান, সুমন সরকার, রাকিবুল ইসলাম, মো. রিকো, সাদ্দাম হোসেন, মুরাদ হোসাইন, সাদিয়া ইসলাম, ফারজানা হোসেন, নাসরিন সুলতানা, জেসমিন নাহার, বিউটি আক্তার, রমজানুল করিম, মফিজুল ইসলাম, রাশেদ হোসেন, মাহমুদ হোসেন, তাপস দাশ, দেবশীষ মন্ডল, রোকুনুজ্জামান, আফজালুল বাশার, সিরাজুল ইসলাম প্রমুখ।

Exit mobile version