দেবযানি খোবরাগড় – অনলাইন ডেস্কঃ- ভারতীয় কূটনীতিক দেবযানি খোবরাগড়ের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার করবে না মার্কিন সরকার। সেইসঙ্গে তাকে আটক ও বিবস্ত্র করে তল্লাশির জন্য ক্ষমা চাওয়ারও কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই। মার্কিন সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে। খবরে বলা হয়েছে, আগামী ১৩ জানুয়ারি খোবরাগড়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠনের যে দিন ধার্য রয়েছে তার আগে তার বিরুদ্ধে আরো তথ্য-প্রমাণ সংগ্রহ করছেন মার্কিন সরকারি কৌঁসুলিরা। ভুয়া তথ্য দিয়ে ভিসা সংগ্রহ এবং কাজের মেয়েকে অনেক কম পারিশ্রমিক দেয়ার অভিযোগে দেবযানিকে আটকের ঘটনা নিয়ে ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কে টানাপড়েন চলছে। ভারতীয় কূটনীতিক অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং আটকের পরপরই জামিনে মুক্তি পেয়েছেন। ভারত সরকার তাকে ‘নাজেহাল’ করার কারণে মার্কিন সরকারকে ক্ষমা চাইতে বলেছে। কিন্তু আজ (মঙ্গলবার) মার্কিন সূত্রের বরাত দিয়ে ভারতের সরকারি বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, দেবযানির বিরুদ্ধে আরো তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ চলছে। নিউ ইয়র্কে মার্কিন কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল খোবরাগড়ে’কে গত ১২ ডিসেম্বর গ্রেফতার করা হয়। তার বাসার কাজের মেয়ে সঙ্গীতা রিচার্ডের অভিযোগের ভিত্তিতে দেবযানিকে আটকের সময় হ্যান্ডকাফ পরানো হয় এবং কাপড় খুলে দেহ তল্লাশি করা হয়। সঙ্গীতা আদালতে অভিযোগ করেছিলেন, তাকে প্রতিশ্রুত পারিশ্রমিকের চেয়ে অনেক কম পরিশোধ করছেন তার মালিক। এই অভিযোগের খোঁজখবর নিতে গিয়ে মার্কিন ইমিগ্রেশন বিভাগ জানতে পারে, সঙ্গীতার জন্য ভিসা সংগ্রহ করতে গিয়ে দেবযানি ভুয়া তথ্য দিয়েছিলেন। নিজের কূটনীতিকের এ অপমান মেনে নেয়নি ভারত। দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। ভারতে চাকুরিরত মার্কিন নাগরিকরা আয়কর দিচ্ছেন কি-না তা তল্লাশি করা হচ্ছে। এর আগে নয়াদিল্লিস্থ মার্কিন দূতাবাসের চারপাশ থেকে অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করে নেয় ভারত। নয়াদিল্লি বলছে, এখন থেকে আমেরিকাকে ততটুকু মর্যাদা দেয়া হবে যতটুকু মর্যাদা আমেরিকার কাছ থেকে পায় ভারত।খবর রেডিও তেহরান এর তাঃ- ৩১ডিসেম্বর২০১৩ #