দেশটাকে আওয়ামী লীগের কবল থেকে এখনই উদ্ধার করতে হবে- মির্জা ফখরুল

fakhrul 25জি নিউজ বিডি ডট নেট :- কষ্টার্জিত স্বাধীন দেশটাকে আওয়ামী লীগের কবল থেকে এখনই উদ্ধার করতে হবে, নইলে দেশ ও দেশের মানুষের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।এর আগে গতকাল সকালে বিএনপি স্থায়ী কমিটির সদ্যকারামুক্ত সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সাংবাদিকদের সাথে দেশের পরিস্থিতি নিয়ে আলাপকালে বলেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে গণতন্ত্রকামীদের ওপর লেলিয়ে দিচ্ছেন।জিয়ার মাজারে শ্রদ্ধা জানানোর সময় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার নির্বাচনী এলাকা মিরপুরের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ছাত্রদের বর্ধিত ফি বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগের বিষয়ে মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাবিতে যতজনের হাতে অস্ত্র দেখা গেছে, তারা সবাই ছাত্রলীগের নয়। তিনি আরো বলেন, আমাদের ছেলেদের কি জীবন বাঁচানোর অধিকারনেই? তবুও সন্ত্রাসী সন্ত্রাসীই। সন্ত্রাসীদের বরদাশত করা হবে না। তবে আত্মরার অধিকার সবার আছে।মির্জা ফখরুলের কাছে প্রধানমন্ত্রীর এ বক্তব্যের বিষয় জানতে চাইলে তিনি বলেন, এতে প্রমাণ হয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছেন এবং গণতন্ত্রকামীদের ওপর লেলিয়ে দিচ্ছেন।আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় খালেদা জিয়ার সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে তদন্ত করা হবেÑ সংসদে প্রধানমন্ত্রীর দেয়া এমন বক্তব্যের নিন্দা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া গঠিত সরকারের সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মিথ্যা ও অসত্য উক্তি করেছেন। এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দশ ট্রাক অস্ত্র আটকের পর তৎকালীন সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল। খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে হেয়প্রতিপন্ন করতে এ বক্তব্য দেয়া হয়েছে।তিনি বলেন, দশ ট্রাক অস্ত্র মামলার রায়ে অনেক কিছু লেখা আছে। খালেদা জিয়া নীরব ছিলেন, হাওয়া ভবন জড়িত ছিল। আসলে পুরো বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জনগণের দৃষ্টি ফেরাতে এটা করা হয়েছে।সরকার বিচার বিভাগকে দলীয়করণ করছে অভিযোগ করে ফখরুল বলেন, সেদিন এক মন্ত্রীর টেলিফোনে বিচারপতি মামলা প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন। আবার মঞ্জুর হত্যা মামলার বিচারককে হঠাৎ পরিবর্তন করা হয়েছে। দলীয়করণের কারণে বিচারকরা নির্ভয়ে কাজ করতে পারছেন না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ।তাঃ- ৬ ফেব্রুয়ারি ২০১৪।

 

 

Exit mobile version