অনলাইন ডেস্কঃ- জন্ম, মৃত্যু আর বিয়ে- এই তিনটি বিষয় নাকি খোদ সৃষ্টিকর্তার হাতে থাকে। কাজেই ভাগ্যে না থাকলে আপনার প্রথম বিয়েটি জীবনে কাঁটা হয়ে দেখা দিতেই পারে। তবে এতে ভেঙে পড়ার কিছু নেই। কারণ, বিশেজ্ঞদের মতে, প্রথম বিয়েটি সফল না হলে দ্বিতীয় বিয়েটি জীবনে সুখ ফিরিয়ে আনতে পারে। আর এর পেছনে কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছে হাফিংটন পোস্ট।দ্বিতীয় বিয়ের সময় মানুষ আগের বিয়ে এবং ঘর-সংসার থেকে আরো বেশি অভিজ্ঞতা লাভ করে। নতুন এই জীবনসঙ্গিনীর কাছে আপনি কী চান, তা আগের চেয়ে বেশি পরিষ্কারভাবে বোঝেন আপনি।প্রথম ঘরের সন্তান এখানে কিছুটা সমস্যা হয়ে দেখা দেয়। অসময়ে হয়তো বাচ্চাটিকে সময় দিতে হয় এবং পাশাপাশি নতুন বউয়ের সঙ্গে একান্ত সময় কাটানোর পরিকল্পনাও তৈরি করতে হয়। দুটো কাজ একসঙ্গে করলে আপনার আগের ঘরের সন্তানদের প্রতি সহজ হয়ে উঠতে পারবেন নতুনজন।দ্বিতীয় স্ত্রীর সঙ্গে জীবনযাপনে বিভিন্ন ক্ষেত্রে পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমান বা ভবিষ্যতের আগত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সহজ হয়। এ সময় আপনি আগের চেয়ে ভালো করে বুঝবেন যে, নতুন এই নারীর সঙ্গে কীভাবে কথা বলতে হবে এবং আচরণটাই বা কেমন হবে।নিঃসন্দেহে বলা যায়, দ্বিতীয় বিয়ে অতীতের ভুল শোধরানোর একটি বড় সুযোগ হতে পারে। প্রথম বিয়েটি যে ভুলের কারণে ভেস্তে গেছে, পরেরটিতে নিশ্চয় সেই ভুলগুলো আপনি করবেন না।এ বিয়ের আরেকটি বেশ ভালো দিক রয়েছে। তা হলো, দ্বিতীয় স্ত্রীর প্রতি আপনি আগের চেয়ে বেশি আবেগাপ্লুত থাকবেন। কারণ আপনি উপলব্ধি করবেন যে, আপনার জীবনে এমন আরেকজন এসেছেন যিনি সুখে-দুঃখে আপনার পাশে থাকবেন। সূত্র : হাফিংটন পোস্ট তাঃ-২০ ফেব্রুয়ারি, ২০১৪ ।