ধর্মের নামে যারা হত্যা ও নারী নির্যাতন করে তাদেরকে প্রতিহত করতে হবে : দীপু মনি

ব্রাহ্ম‏ণবাড়িয়া,জি নিউজ প্রতিনিধি ঃ  গতকাল পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘যারা ধর্মের নামে হত্যা ও নারী নির্যাতন করে তাদেরকে প্রতিহত করতে হবে। একাত্তরে যেমন প্রতিহত করা হয়েছিল তেমনি দুই হাজার তের সালেও এদের প্রতিহত করতে হবে।  তিনি গতকাল শুক্রবার রাতে ব্রাহ্ম‏ণবাড়িয়ায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, ‘একাত্তরের গণহত্যার কথা মনে না রেখে আজ যারা ওই গণহত্যার সঙ্গে জড়িতদের পক্ষে অবস্থান নিয়েছেন তাদের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সজাগ থাকতে হবে।’ তিনি বলেন, ‘প্রতিবাদের ভাষা কি হওয়া উচিত আজকের তরুণ প্রজন্ম তা শিখিয়ে দিয়েছে।’

শুক্রবার বিকেলে স্থানীয় সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার। জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল খালেক বাবুলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ। বিশেষ বক্তা ছিলেন- কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু।

Exit mobile version