ধামইরহাট উপজেলাকে মাদকমুক্ত করার জন্য গ্রাম পুলিশের মাঝে অর্থ বিতরণ

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতাঃ নওগাঁর ধামইরহাট উপজেলাকে মাদকমুক্ত করার জন্য ৫০ জন গ্রাম পুলিশের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় থানা ভবনে এ নগদ অর্থ বিতরণ করেন থানার অফিসার ইনচার্জ মীর্জা আব্দুস সালাম।
এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহমানসহ পুলিশ কর্মকর্তাগণ। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ মীর্জা আব্দুস সালাম বলেন, মাদকমুক্ত উপজেলা গঠনে জনগণকে উদ্বুদ্ধকরণ ও মাদক সম্পর্কে বিভিন্ন তথ্য ও স্থানীয় জনগণকে মাদক সম্পর্কে সচেতন করার জন্য ৫০ জন গ্রাম পুলিশের মাঝে ১শত টাকা করে বিতরণ করা হয়।
ধামইরহাটে বাল্য বিবাহ প্রতিরোধে মত বিনিময়

Exit mobile version