ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃনওগাঁর ধামইরহাট পৌরসভায় মেয়র ৭দিনের সরকারী সফরে যুক্তরাজ্য গমন করেছেন। জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধিনে ট্রেনিং ও টুর প্রোগ্রামে ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান সরকারী সফরে গত রোববার সকাল ১০টায় বাংলাদেশ বিমান যোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে তিনি লন্ডনে কয়েকটি প্রশিক্ষণ কর্মশালায় যোগদান ও কয়েকজন মেয়র-কাউন্সিলরদের সাথে মত বিনিময় করবেন। এছাড়া জনগুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। ইতি পূর্বে মেয়র আমিনুর রহমান একই মন্ত্রণালয়ে অধিনে গত বছর কয়েকটি দেশে বিভিন্ন প্রকল্প পরিদর্শনে গিয়েছিলেন। ভ্রমণকালে তিনি সকলের দোয়া কামনা করেছেন।