বৃষ্টি ও রোদ উপেক্ষা করে রাস্তার উপড় দাঁড়িয়ে থাকতে হয় বাসের অপেক্ষায়। ফলে বাসস্ট্যান্ড মার্কেটের ক্রেতা বিক্রেতাদের এবং রাস্তার পাশের আবাসিক এলাকার বাসিন্দাদের অসহনীয় শব্দদূষণ সহ্য করতে হয়। নওগাঁর মহাদেবপুর, ধামইরহাট, নজিপুর, মঙ্গলবাড়ি, জয়পুরহাট জেলাসহ সকল যানবাহনের যোগাযোগমাধ্যম হিসাবে ধামইরহাট এসে রাস্তায় গাড়ি থামাতে হয়। স্বাধীনতার পর থেকে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি ধামইরহাট সড়ক স্থাপিত হওয়ায় প্রতিদিন হাজার হাজার যাত্রী বাসে ওঠা নামা করে থাকেন।
রাস্তার উপর ভ্যান, রিকশা, অটো-রিকশা, অটো-চার্জার, ভটভটি, বাস, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন থামাতে হয়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ধামইরহাট পৌরবাসীর দাবি, ধামইরহাটের অদুরে একটি বাস টার্মিনাল হলে বাসস্ট্যান্ডের সৌন্দর্য রক্ষা পাবে। যানজটসহ সড়ক নিরাপত্তা ও দর্ঘটনা অনেকাংশে কমে আসবে। এ বিষয়ে পৌরসভার কমিশনার রেজুয়ান হোসেন বলেন, বাস টার্মিনাল হওয়া অত্যন্ত জরুরি। টার্মিনালটি বাজারের পাশে স্থাপন করা হলে পৌরবাসীর সুবিধা হবে বলে তিনি জানান।