লাইফস্টাইল ডেস্ক:– সব সময় একই রকমভাবে শাড়ি পরে বোর হয়ে গেছেন? আজকে রইল চার ধরনের শাড়ি পরার স্টাইল, যা পরতেও খুব সোজা আর দেখতেও স্টাইলিশ। সামনেই কালী পুজোর রাতে একটু অন্য স্টাইলের শাড়ি পরে সবাইকে চমকে দিন।
সামনে আঁচল স্টাইল: যদি আপনার শাড়ির আঁচলে ভারী কাজ করা থাকে তা হলে এই ভাবে শাড়ি পরলে খুব ভাল দেখাবে। নর্মাল শাড়ি যেমন ভাবে পরেন সেই ভাবে পরে নিন। এরপরে যেমনভাবে বাঁ দিকে আঁচল নেন সেইভাবে নিন। এইবার আঁচলে প্লিট করে নিন। প্লিট করা আঁচল এইবার বাঁহাতের তলা দিয়ে ঘুরিয়ে সামনে করে নিন। যেখানে যেখানে দরকার মনে হবে সেফ্টি পিন লাগিয়ে নিন। শাড়ির আঁচলটা কিন্তু কোমরে না গুজে সোজা খুলে রাখুন। প্রথম ছবিতে যেভাবে আছে সেইভাবে। এই শাড়ি পরার স্টাইল ক্যারি করতে সোজা আর দেখতেও খুব স্টাইলিশ লাগবে।
হাফ শাড়ি স্টাইল: প্রথমে যেভাবে শাড়ি পরেন সেইভাবে পরুন তারপর আঁচলটা প্লিট করে পিছনদিক থেকে বাঁ কাঁধের ওপর থেকে আনুন এবং সেফ্টি পিন লাগিয়ে নিন। এইবার আঁচলের একটা কোণা কোমরে টাইট করে পেঁচিয়ে নিন। আঁচলটা লম্বা রাখবেন যাতে সামনে থেকে দেখতে ঠ ংযধঢ়ব হয়। কুঁচি যেন এই ঠ ংযধঢ়ব আঁচলের নীচে থাকে । যদি বুঝতে না পারেন তাহলে দ্বিতীয় ছবি দেখুন বুঝতে পেরে যাবেন। এইভাবে শাড়ি পরলে অনেক রোগা লাগে কিন্তু।
কুর্গি টুইস্ট: যেমন নর্মাল শাড়ি পরে সেইভাবে পরে নিন। এইবার আঁচল পেঁচিয়ে নিন। ব্লাউজ আর শাড়ি সেফ্টি পিন দিয়ে লাগিয়ে নিন। এইবার আঁচলের একটা কোণা একটু প্লিট করে বাঁ কাঁধের ওপর ফেলে দিয়ে পিন আটকে নিন। এইবার ছোট ছোট প্লিট করে নিন আর পিন দিয়ে আটকে নিন। একটা ব্রোচ লাগি নিন। তৃতীয় ছবি দেখুন।
লেহেঙ্গা শাড়ি: অনেকে লেহেঙ্গা পরতে পছন্দ করেন। তারা শাড়ি দিয়ে লেহেঙ্গা স্টাইল শাড়ি পরতে পারেন। শাড়ি ছোট ছোট কুঁচি করে পেটিকোটে গুঁজতে হবে। কোমরের চারদিকে প্লিট করে গুঁজুন। যত ছোট প্লিট হবে তত কিন্তু ঘের বাড়বে আর লেহঙ্গার মত দেখতে লাগবে। বাকি শাড়ি মানে আঁচলটা ডান কাঁধের ওপর দিয়ে আনুন। পিন আটকে নিন। আঁচলে প্লিট করতে পারেন বা এমনিও রাখতে পারেন। চতুর্থ ছবি দেখুন।
এই ভাবে নতুন ধরনের শাড়ি পরে সাজের স্বাদবদল করুন।সূএ:ওয়েবসাইট
নতুন স্টাইলে শাড়ি পড়ুন
Share This