নাইজিরিয়ার বোর্নো রাজ্যে বন্দুকধারিদের হামলায় কম হলেও ৫৬ জন মারা গিয়েছেন

অনলাইন ডেস্ক, জি নিউজঃ- নাইজিরিয়ার বোর্নো রাজ্যে কতৃপক্ষিয় সূত্রে বলা হচ্ছে – রাজ্যের রাজধানী মাইদুগুরির কাছাকাছির ছোট্র দু’টি শহরে বন্দুকধারি ব্যক্তিদের হামলায় কম হলেও ৫৬ জন মারা গিয়েছেন এর দায় দায়িত্ব কোনো মহল থেকেই দাবি করা হয়নি – তবে , সরকারি কর্তাব্যক্তিদের সন্দেহ যে এর পিছনে ছিলো উগ্রপন্থী ইসলাম অনুসারী বোকো হারাম গ্রুপ বন্দুকধারিরা সামরিক বাহিনীর য়ুনিফর্ম পরে কোনদুগো গ্রামে গিয়ে ঢোকে রবিবারে এবং একটি মসজিদে,প্রার্থনারত কমসে কম ৪৪ ব্যক্তিকে গুলি মেরে হত্যা করে পৃথক একটি হামলা হয় শনিবারদিন – বন্দুকধারিরা হামলা চালায় নাগোম গ্রামে – সেখানে  নিহত হয় ১২ জন সোমবার নতুন একটি ভিডিও ছাড়া হয়েছে যাতে বোকো হারামের স্বঘোষিত নেতা আবুবকর শেকাওকে বলতে শোনা গিয়েছে যে বামা , মালাম ফাতোরি এবং গামবোরূসহ অনেক ক’টি শহর-জনপদের সাম্প্রতিক হামলা তারাই চালিয়েছে এ খবর ভয়েস অফ এ্যামেরিকা

Exit mobile version