নাইজেরিয়াঃ অপহৃত শত শত ছাত্রীকে উদ্ধারের দাবিতে ব্যাপক বিক্ষোভ

rt nal gআন্তর্জাতিক ডেস্কঃ- নাইজেরিয়ার একটি স্কুল থেকে অপহৃত শত শত ছাত্রীকে উদ্ধারের দাবিতে রাজধানী আবুজায় বিক্ষোভ দেখিয়েছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভের পুরোভাগে ছিলেন অপহৃত ছাত্রীদের মায়েদের পাশাপাশি নারী আন্দোলনকারীরা। দুই সপ্তাহ আগে জঙ্গিরা রাতের অন্ধকারে একটি হাইস্কুলের হোস্টেলে হানা দিয়ে কয়েকশ’ ছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। তাদের মধ্যে অনেকে নানা কৌশলে পালিয়ে আসতে পারলেও এখনো প্রায় ২৩০ ছাত্রী নিখোঁজ রয়েছে। বিক্ষোভকারীরা বলেছেন, অপহৃত ছাত্রীদের উদ্ধার করার দায়িত্ব সরকারের; এজন্য প্রয়োজনে জঙ্গিদের সঙ্গে আবুজাকে আলোচনায় বসতে হবে। বিক্ষোভকারীরা ভারী বর্ষণ উপেক্ষা করে পার্লামেন্ট অভিমুখে মিছিল করেন। অপহৃত ছাত্রীদের উদ্ধারে সরকার যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করে তারা পার্লামেন্টের কাছে একটি স্মারকলিপি পেশ করেন। নাইজেরিয়ার বোরনো রাজ্যের চিবোক এলাকার স্কুল থেকে ছাত্রী অপহরণের জন্য উগ্র জঙ্গি গোষ্ঠী বোকো হারামকে দায়ী করা হচ্ছে। এই গোষ্ঠীটি প্রচলিত স্কুল-শিক্ষাব্যবস্থার বিরোধী। তবে তারা এ অপহরণের দায় স্বীকার করে এখন পর্যন্ত কোনো কথা বলেনি। স্থানীয় হাউসা ভাষায় বোকো হারামের অর্থ হচ্ছে পশ্চিমা শিক্ষা নিষিদ্ধ। সাম্প্রতিক বছরগুলোতে এই গোষ্ঠীর সদস্যরা বিভিন্ন স্কুলে হামলা চালিয়ে প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে হত্যা করেছে। তারা বেশিরভাগ ক্ষেত্রে রাতের অন্ধকারে বিভিন্ন স্কুলের হোস্টেলে হামলা চালিয়ে কোমলমতি শিক্ষার্থীদের হত্যা করে।- সূত্র-রেডিও তেহরান ।

Exit mobile version