নাইজেরিয়ার কারিগরি স্কুলে আত্মঘাতী সন্ত্রাসী হামলায় ৪৮ ছাত্র নিহত

আর্ন্তজাতিক ডেস্ক:–  নাইজেরিয়ার একটি কারিগরি বয়েস হাইস্কুলে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৮ ছাত্র নিহত হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োবি রাজ্যের গোলযোগপূর্ণ পটিসকুম শহরের স্কুলটিতে গতকাল সোমবার সকালে এ হামলা চালানো হয়।পটিসকুম শহরের সরকারি কারিগরি বিজ্ঞান কলেজে ২,০০০ ছাত্রের সাপ্তাহিক একটি সভায় চালানো এ হামলায় আরো ৮০ জন ছাত্র আহত হয়েছে বলে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বলে হাসপাতাল কর্মীরা জানিয়েছেন। ছদ্মবেশী আত্মঘাতী হামলাকারী স্কুলের পোশাক পরে ওই ভয়াবহ হামলা চালিয়েছে বলে প্রাণে বেঁচে যাওয়া কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। এখনো কেউ হামলার দায়িত্ব স্বীকার না করলেও পটিসকুম শহরের পুলিশ এই কাপুরুষোচিত হামলার জন্য তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামকে দায়ী করেছে।খবর:রেডিও তেহরান, এর আগে নাইজেরিয়ার বিভিন্ন অঞ্চলে বোকো হারাম নৃশংস হামলা চালিয়ে শত শত নিরাপরাধ মানুষকে নির্বিচারে হত্যা করেছে।

Exit mobile version