নাঙ্গলকোট প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৫’শ ৮৯ জন
জি-নিউজ
মোঃ আলাউদ্দিন, নাঙ্গলকোট,কুমিল্লাঃ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৯৯% ও এবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৯৫% শিক্ষার্থী পাশ করেছ। প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মোট ৫’শ ৪৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২’শ ২৯ জন এবং ছাত্রী ৩’শ ১৭ জন। এবতেদায়ী সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মোট ২৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৫ জন এবং ছাত্রী ৮ জন। উপজেলা প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তর শাকতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলা পর্যায়ে ১ম স্থান এবং রায়কোট সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলা পর্যায়ে ২য় স্থান অর্জন করেছে। এছাড়া বাঙ্গড্ডা, আদ্রা, নাঙ্গলকোট মডেল, ডাঃ জামান’স কিন্ডার গার্টেন ও মক্রবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ১৪ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলা পর্যায়ে ৩য় স্থান অর্জন করেছে। অন্যদিকে ঢালুয়া এস এম নূর“ল আলম কিন্ডার গার্টেন, লিটল ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল স্কুল থেকে ১৩ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ছপুয়া, ঝিকটিয়া মডেল কিন্ডার গার্টেন থেকে ১২ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। হেসাখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়, এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল থেকে ১১ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ময়ূরা, জোড্ডা, ধাতীশ্বর, শ্রীফলীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল থেকে ১০ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। কাকৈরতলা, বিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বক্সগঞ্জ, বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মোকরা যোবায়দা হামিদ নিæমাধ্যমিক বিদ্যালয়, সানরাইজ মডেল স্কু‹ল, এ্যকটিভ চাইল্ড কেয়ার একাডেমী থেকে ৮ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ঢালুয়া, আজিয়ারা, ঘোড়াময়দান, হেসাখাল বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, ময়ূরা এ বি ছিদ্দিক কিন্ডার গার্টেন থেকে ৭ জন এবং আলীয়ারা, চাটিতলা, বাইয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়, আল-ফারুক একাডেমী, ঢালুয়া আইডিয়াল প্রি ক্যাডেট থেকে ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।