নারী বিক্ষোভকারীদের মুক্তির নির্দেশ দিয়েছে -মিশরের আদালত

অনলাইন ডেস্ক  ঃ- মিশরে মুরসিপন্থী ৭ নারী বিক্ষোভকারীকে মুক্তির নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুরসির সমর্থনে বিক্ষোভ করার সময় আলেকজান্দ্রিয়া থেকে তাদের আটক করা হয়। এছাড়া, আরো ১৪ জন নারীর ১১ বছরের কারাদণ্ডের রায় বাতিল করে এক বছরের স্থগিত কারাদণ্ডাদেশের নির্দেশ দিয়েছে দেশটির আপিল আদালত। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক, যান চলাচলে বিঘ্ন ঘটানো ও রাজনৈতিক সঙ্কট সৃষ্টি নিয়ে একাধিক অভিযোগ আনা হয়। নারী বিক্ষোভকারীদের আটক ও সাজা দেয়ার পরপরই এর তীব্র নিন্দা জানায় বিভিন্ন মানবাধিকার সংস্থা। গত ৩১ অক্টোবর আলেকজান্দ্রিয়ায় অনুষ্ঠিত বিক্ষোভ থেকে ওই সব নারী বিক্ষোভকারীকে আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী। খবর রেডিও তেহরানএর

Exit mobile version