নিখোঁজ বিমানের তল্লাশি স্থগিত করেছে ভারত,নয়া দিক-নির্দেশনার অপেক্ষা

 

আন্তর্জাতিক ডেস্কঃমালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ যাত্রীবাহী বিমানের সন্ধানে তল্লাশি স্থগিত করেছে ভারতভারতীয় সশস্ত্র বাহিনী গত দুদিন ধরে আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের আশপাশে এবং বঙ্গোপসাগরে এ তল্লাশি চালাচ্ছিল ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল হারমিত সিং আজ রোববার নয়াদিল্লিতে বলেছেন, “গোটা অভিযান আপাতত স্থগিত করা হয়েছেআমরা মালয়েশিয়ার কাছ থেকে নতুন করে দিক-নির্দেশনার অপেক্ষায় রয়েছিনির্ধারিত এলাকায় শনিবারের তল্লাশিতে কোনো কিছু পাওয়া যায়নিআন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জে ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনী কমান্ডের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন কর্নেল হারমিত সিং তিনি বলেন, “আজ আমাদের কোনো বিমান তল্লাশির উদ্দেশ্যে আকাশে ওড়েনিএমনকি তল্লাশির কাজে নিয়োজিত আমাদের নৌবাহিনীর জাহাজও অন্য দ্বীপে চলে গেছে গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে  বেইজিংগামী এমএইচ৩৭০ ফ্লাইটটি আকাশে ওড়ার একঘন্টা পর নিখোঁজ হয়ে যায়সূত্র-রেডিও তেহরান,তবে গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক বলেছেন, কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরও সাত থেকে আটঘন্টা আকাশে উড়েছে বিমানটি ছাড়া, বিমানের পাইলট বা কোনো যাত্রী হয়তো এটির যোগাযোগ ব্যবস্থা অচল করে দিয়েছিল ২৩৯ আরোহীবাহী বিমানটিকে খুঁজে বের করার আন্তর্জাতিক প্রচেষ্টায় শনিবার যোগ দিয়েছিল ভারতকর্নেল হারমিত সিং জানান, তল্লাশির কাজে অংশগ্রহণকারী ছয়টি জাহাজ ও পাঁচটি বিমানকে আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের কামোরতায় ভারতীয় নৌঘাঁটিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছেআজ রোববার আরো পরে মালয়েশিয়ার পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেখান থেকে নতুন দিক-নির্দেশনার জন্য ভারত অপেক্ষা করবে বলে জানান কর্নেল সিং

 

Exit mobile version