নিজ জন্মস্থানে চিরনিদ্রায় সমাহিত হলেন নেলসন ম্যান্ডেলা

rt o16 1অনলাইন ডেস্ক  ঃ- বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাকে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুনু গ্রামের জন্মস্থানে সমাহিত করা হয়েছে। বেশ কিছু আনুষ্ঠানিকতা শেষে আজ (রোববার) তাকে সমাহিত করা হয়। স্থানীয় সময় সকাল সাতটা ৫৫ মিনিটে ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠান শুরু হয়। সামরিক ও ঐতিহ্যবাহী আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কুনু গ্রামে ম্যান্ডেলাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এ সময়, ম্যান্ডেলার আত্মীয়-স্বজন, জাতীয় ও আঞ্চলিক নেতা, বিদেশি প্রতিনিধিসহ প্রায় সাড়ে চার হাজার অতিথি অনুষ্ঠানে অংশ নেন। ১৯১৮ সালে কুনুতে খোসা সম্প্রদায়ে জন্ম নেন ম্যান্ডেলা। সেই গোত্রের প্রথাগত রীতিতেই তাঁর কবর তৈরি করা হয়। গতকাল শনিবার ম্যান্ডেলা মরদেহ পৌঁছে কুনুতে। এর আগে, প্রিটোরিয়ায় শেষ বিদায় জানিয়েছে ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস-এএনসি। প্রিটোরিয়া থেকে মরদেহ ইস্টার্ন কেপ প্রদেশের কুনুতে নেওয়ার আগে গতকাল বিমানবাহিনীর একটি ঘাঁটিতে বিদায় অনুষ্ঠানের আয়োজন করে ক্ষমতাসীন দল এএনসি। প্রিটোরিয়ার বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএনসির নেতা ও দেশের প্রেসিডেন্ট জ্যাকব জুমা। এ ছাড়া ছিলেন ম্যান্ডেলার স্ত্রী গ্রাসা ম্যাশেল, সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলাসহ এএনসির নেতা-কর্মীরা। প্রিটোরিয়ার অনুষ্ঠান শেষে ম্যান্ডেলার মরদেহ সামরিক বিমানে করে নেওয়া হয় ইস্টার্ন কেপের এমথাথা বিমানবন্দরে। সেখান থেকে সামরিক বহরসহ মরদেহ নেওয়া হয় কুনু গ্রামে। এরপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ম্যান্ডেলাকে সমাহিত করা হয় কুনু গ্রামের পারিবারিক কবরস্থানে।খবর রেডিও তেহরান এর, তাঃ-১৫ ডিসেম্বর ২০১৩  #

 

 

 

Exit mobile version