অনলাইন ডেস্ক:- নিউইয়র্ক সিটিতে এক মার্কিন নাগরিক নিজ পরিবারের ঘুমন্ত তিন সদস্যকে হত্যা এবং অন্যজনকে মারাত্মকভাবে আহত করেছে। পরে হামলাকারী নিজ গুলিতে আত্মহত্যা করেন। গতকাল শনিবার ভোরে জোনাথন ওয়াকার নামে ৩৪ বছর বয়স্ক ওই ব্যক্তি নিউইয়র্ক শহরে নিজ বাড়িতে তার ৭ বছরের কন্যা, ৩১ বছর বয়স্ক বান্ধবী এবং ৬২ বছর বয়স্ক বৃদ্ধ মাকে হত্যা করে। তার হামলায় ১২ বছর বয়সী অপর কন্যা মারাত্মকভাবে আহত করেছে।
পরে, আহত মেয়েটি এ ঘটনার বিষয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ জানিয়েছে, মর্মান্তিক এ ঘটনার পর ঘাতক ওয়াকার কয়েক মাইল দূরে একটি নির্জন রাস্তায় নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।
ওয়াকারের নানী ফোনে কান্না জড়িত কণ্ঠে বলেন, এই নির্মম ঘটনা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না।
শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমরিকায় প্রতি বছর ত্রিশ হাজারেরও বেশি মানুষ বন্দুকধারীদের হামলায় নিহত হন। দেশটিতে বছরে ২ থেকে ৩শ’ কোটি ডলার মূল্যের প্রায় ৪৫ লাখ বন্দুক কেনাবেচা হয়। খবর:রেডিও তেহরান, এছাড়া, আমেরিকায় গড়ে প্রতিদিন বন্দুক হামলায় ৮৭ জন নিহত এবং ১৮৩ জন আহত হয়
নিজ পরিবারের ৩ সদস্যকে হত্যার পর এক মার্কিনীর আত্মহত্যা
Share This