নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ঘাম ঝরানো জয়
জি-নিউজ
স্পোর্টসডেস্কঃ- টি-টোয়েন্টি বিশ্বকাপে আজকের প্রথম ম্যাচে নবাগত নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ছয় রানে জিতেছে শক্তিশালী দক্ষিণ আফ্রিকা।চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ডাচ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের পক্ষে হাশিম আমলা ৪৩, ফাফ ডু প্লেসিস ২৪, ডিভিলিয়ার্স ২১ ও মিলার ১৭ রান করেন।নেদারল্যান্ডসের আহসান মালিক ১৯ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন। ১৪৬ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার স্টিফেন মেবার্ঘ ও মিচেল স্টোয়ার্ট জুটিতে ৫৮ রান সংগ্রহ করে দলকেঅনেকটাই এগিয়ে নেন। মেবার্ঘ অনবদ্য ব্যাটিং করে মাত্র ২৮ বলে ৮ চার ও ২ ছক্কায় ৫১ রান করেন। পরবর্তী ব্যাটসম্যানরা সম্ভাবনা জাগিয়েও মরিয়া প্রোটিয়া বোলারদের নিপূণ বোলিংয়ের সামনে টিকতে পারেননি। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে নেদারল্যান্ড। ফলে ৬ রানে জয় পায় প্রোটিয়ারা।এর আগে বিশ্বকাপের বাছাইপর্বে আয়ারল্যান্ডের ছুঁড়ে দেয়া ১৮৯ রানকে তাড়া করে ১৩.৫ ওভারেই জয় পায় নেদারল্যান্ড। ফলে সব জল্পনা-কল্পনাকে ডুবিয়ে বিশ্বকাপের মূলপর্বে চলে আসে ডাচরা। স্বপ্নভঙ্গ হয় আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের সুপারের টেনে খেলার। এরপর থেকেই আলোচনায় ডাচরা। কিন্তু মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩৯ রানে অলআউট হয়ে ব্যাপক লজ্জায় পড়ে যায় তারা। আজ অঘটনের সম্ভাবনা জাগালেও অভিজ্ঞ দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেল নেদারল্যান্ডস। সূত্র-রেডিও তেহরান।