নেপালকে উড়িয়ে দিয়ে সুপার টেনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ- টি-টোয়েন্টিবিশ্বকাপে নবাগত নেপালকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ২৭ বলবাকি থাকতেই ছক্কা মেরে জয় নিশ্চিত করেন সাকিব আল হাসানএ জয়ের ফলে বাছাইপর্বের এ গ্রুপ থেকে সুপার টেন পর্বে উঠা প্রায় নিশ্চিত করে ফেলেছেস্বাগতিকরা  গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে৭টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি শুরু হয়টস হেরেব্যাট করতে নেমে বাংলাদেশী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশী সুবিধাকরতে পারেনি নেপাল ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে প্রথম আঘাত হানেন ফরহাদরেজাউড়িয়ে মারতে গিয়ে মিডঅনে আব্দুর রাজ্জাককে ক্যাচ দেন সুভাষ খাকুরেলসময় দলীয় সংগ্রহ ছিল ১৯ রানসপ্তম ওভারে তিন বলের মধ্যে সাগর পান ওজ্ঞানেন্দ্র মাল্লাকে ফিরিয়ে অতিথিদের বড় একটা ধাক্কা দেন পেসার আল-আমিনহোসেনসাগরকে গ্লাভসবন্দী করেন মুশফিকুর রহিমএলবিডব্লিউর ফাঁদে পড়েনজ্ঞানেন্দ্র।  ৩৯ রানে তিন উইকেট হারানোর পর ব্যাটিংক্রিজে নামেন অধিনায়ক পরশ খারকা ও শারদ ভেসকর৮৫ রানের জুটি গড়েন তারা ৭৫বলে৩৫ বলে পাঁচ চারে ৪১ রানে মাশরাফির কাছে বোল্ড হন নেপালের অধিনায়ক পরশখারকাইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে শারদ ভেসকর ৪৩ বলে ৫ চারে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বাংলাদেশের পক্ষে আল আমিন হোসেন ৪ ওভারেমাত্র ১৭ রানের খরচায় ২ উইকেট তুলে নেনএছাড়াও মাশরাফি ২৩ রানে এবং ফরহাদরেজা ২৭ রানে ১টি করে উইকেট নেন নেপালের বেঁধে দেয়া ১২৭ রানের লক্ষ্যটাকেস্রেফ মামুলি বানিয়ে শুরুতেই চড়াও হন দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হকতামিম-এনামুলের উদ্বোধনী জুটিতে এসেছে ৬৩টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতেবাংলাদেশের পক্ষে এটিই সর্বোচ্চবসন্ত রেগমির বলে তামিম ফিরেছেন ৩০ করেএনামুল পাঁচ চার ও দুই ছয়ে সাব্বিরের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ৪২ রানে রান আউট হন পাঁচ ওভার এক বলে ৫৩ রানের অবিচ্ছিন্নজুটি গড়েন সাকিব ও সাব্বিরএই জুটিতে ঝড় তোলেন সাকিববাঁহাতি অলরাউন্ডার১৮ বলে একটি চার ও চারটি ছয়ে ৩৭ রানে অপরাজিত ছিলেন সূত্র-রেডিও তেহরান,  সাব্বির আহমেদ ২০বলে ১টি চার ও ১টি ছক্কা মেরে ২১ রানে অপরাজিত ছিলেনতবে ১৭ রানে ২ উইকেট নেয়া আল আমিনের হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার বৃহস্পতিবার একই ভেনুতে গ্রুপের শেষ ম্যাচে হংকংকে মোকাবিলা করবে বাংলাদেশ

Exit mobile version