আন্তর্জাতিক ডেস্ক:- নেপালে আজ (শনিবার) পরপর দু’দফা প্রচণ্ড ভূমিকম্পে অন্তত ৬৮৮ জন নিহত হয়েছে। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৯ এবং আফটার শক নামে পরিচিত পরবর্তী ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৬। এ ছাড়া, আরো কয়েকটি আফটার শক আঘাত হেনেছে। শক্তিশালী এ ভূমিকম্পের উৎস নেপালের পোখরা থেকে ৭৫ কিলোমিটার দূরের লামজুংয়ে। ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প হয়েছে।
একই সঙ্গে এ ভূমিকম্প অনুভুত হয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে । নেপালের ভূমিকম্পের জেরেই কেঁপে উঠেছে সমগ্র অঞ্চল।
ভূমিকম্পে নেপালের রাজধানী কাঠমান্ডুর বিখ্যাত দারাহারা বা ভীমসেন টাওয়ার ধ্বংস হয়ে গেছে। ১৮৩২ সালে নির্মিত নয় তলা এ টাওয়ারটির উচ্চতা ছিল ৬১.৮৮ মিটার। বিধ্বস্ত টাওয়ারে অন্তত ৫০ জন আটকা পড়েছে।
এদিকে নেপালের ভূমিকম্পে এভারেস্ট পবর্তে ধস নামার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর কাঠমন্ডু বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে।খবর:রেডিও তেহরান, এর আগে ১৯৩৪ সাল ৮.৩ মাত্রার ভূমিকম্পে নেপালে সাড়ে আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছি