গতকালকের ভূমিকম্পও নেপালের পাশাপাশি বাংলাদেশ ও ভারতে অনুভূত হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় গতকালও আতঙ্কিত হয়ে অনেকেই ভবন ছেড়ে রাস্তায় নেমে এলেও দেশের কোথাও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়াবিদেরা বলেছেন- আজকের ভূমিকম্পটি ছিল ‘আফটার শক’ বা পরাঘাত। সাধারণত বড় ভূমিকম্পের দুই দিন পর পর্যন্ত এ ধরনের আফটার শক হয়ে থাকে।
এদিকে, নেপালে গতকালের (শনিবার) ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার দুইশ’ ছাড়িয়ে গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে এ পর্যন্ত দুই হাজার ২৬৩ জন নিহত হয়েছে।খবর:রেডিও তেহরান, আহত হয়েছে আরও চার হাজার ৬৪৭ জন। এছাড়া ভারতে মারা গেছে ৫৭ জন।