নোয়াখালীর সোনাইমুরীতে আওয়ামী ও বিএনপির মধ্যে সংঘর্ষে নিহত১

অনলাইন ডেস্ক:- নোয়াখালীর সোনাইমুরীতে আওয়ামী ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন আওয়ামী লীগের সমর্থকদের উপজেলা নির্বাচনের একটি ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করলে সংঘর্ষ সৃষ্টি হয়। নিহত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (২৩)। তিনি পথচারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।সংঘর্ষে মইনউদ্দিন নামে আরেক জন আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বেলা সোয়া ১টার দিকে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আ ফ ম বাবুলের সমর্থকেরা এলোপাতাড়ি গুলি চালিয়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে নান্দিয়াপাড়া ডিগ্রি কলেজের কেন্দ্র দখল করার চেষ্টা চালান। এ সময় ১৯ দল-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল হকের সমর্থকেরা তাঁদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও গুলি চালায়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সাদ্দাম হোসেন মারা যান। স্থানীয় লোকজন সাদ্দাম হোসেনের পরিচয় নিশ্চিত করেছেন। এবিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ। তবে কার গুলিতে সাদ্দামের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত করতে পারেননি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে এ ঘটনার পর ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। তাঃ- ২৮ ফেব্রুয়ারি ২০১৪।

 

Exit mobile version