নড়াইলের কালিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: সাত জেলে আটক

95552-2উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে মা ইলিশ শিকার চলছে। গতকাল রাতে নদীতে মাছ ধরার সময় নৌপুলিশ সাতজন জেলেকে আটক করে।

উপজেলার পেড়লী বাজার বনিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক,খড়রিয়া বাজারের ব্যবসায়ী কালাম মৃধা,গাজীর হাট বাজারের ব্যবসায়ী সাগর মিয়াসহ এলাকার বেশ কয়েকজন জানান, উপজেলার মধুমতি,নবগঙ্গা চিত্রা ও আতাই নদীতে ভোরে ও রাতে ইলিশ মাছ শিকার করছে। ছোট,বড় হাট বাজার ও প্রধান সড়কগুলোর পাশে ও জনবহুল এলাকায় এসব মাছ বিক্রি হচ্ছে। গত কয়েক দিন ধরে ওই সব নদীতে প্রচুর মা ইলিশ ধরা পড়ছে বলে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে জানিয়েছেন।

তারা আরও জানান,প্রশাসনের লোকজন মাঝে মধ্যে তাড়া করলেও ২/১টা মাছ দিলে অসুবিধা হয় না। পেড়লী নৌপুলিশ ফাঁড়ির আইসি মোবাইল ফোন রিসিভ না করায় তার সাথে যোগারযাগ করা সম্ভব হয়নি। বড়দিয়া নৌপুলিশ ফাঁড়ির আইসি রেজাউল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধি উজ্জ্বল রায়কে বলেন, ওই বিষয়ে খোঁজ নেয়ার সময় পান নি বলে জানান।

Exit mobile version