উজ্জ্বল রায়, নড়াইলঃ নড়াইল পৌরসভার দূর্গাপুর এলাকা থেকে ডিবি পুলিশ এর একটি চৌকশ টিম ১১১ পিচ ইয়াবাসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ২৫০০০ হাজার টাকা। আটককৃতরা হল ওই এলাকার জুয়েল (২৮) ও সৌরভ (২৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল ডিবি পুলিশের এএসআই হাসান, এএসআই আলমগীর, কনস্টেবল নারায়ণ, শিমুল, শরীফ, বিলার নেতৃত্বে একদল ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের কে আটক করে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ডিবি পুলিশের এএসআই হাসান ও আলমগীর বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য বিক্রি কলে আসছিল। অপরদিকে নড়াইলের নড়াগাতি থানার বড়দিয়া বাজার এলাকায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে উত্যক্ত করায় তিন যুবকের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালিয়া উপজেলা নির্বাহী কর্মকতা কামরুল ইসলাম এ কারাদন্ডাদেশ দেন।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল জানান, বুধবার দুপুরে চোরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রীকে বড়দিয়া বাজার এলাকায় উত্যক্তের অভিযোগে ঘড়িভাঙ্গা গ্রামের সোহাগ মোল্যাসহ (১৮) তার সহযোগী সবুজ খান (১৮) ও সামাদ বিশ্বাসকে (১৯) ধরে পুলিশে দেন স্থানীয়রা। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।