অনলাইন ডেস্ক ,জি নিউজঃ– পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। তিনি চলমান বিক্ষোভকেও অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন।আজ (সোমবার) টেলিভিশনে দেয়া এক ভাষণে ইংলাক বলেছেন, “জনগণের সুখের জন্য আমি সব কিছু করতে পারি এবং তা আমি করতেও প্রস্তুত। তবে, প্রধানমন্ত্রী হিসেবে আমি সংবিধানের বাইরে কিছু করতে পারব না। আমি যা করব তা অবশ্যই সংবিধানের অধীনে হতে হবে। এর আগে গতকাল থাইল্যান্ডের বিরোধীদলীয় নেতা সুথেপ থগসুবান দু’দিনের মধ্যে ইংলাককে পদত্যাগের জন্য সময় বেঁধে দিয়েছিলেন।এ সম্পর্কে প্রধানমন্ত্রী ইংলাক বলেন, নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছ থেকে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর সাংবিধানিকভাবে আইনসম্মত হবে না। তিনি আরো বলেন, “থাইল্যান্ডের সেনাবাহিনী নিরপেক্ষ থাকবে এবং আমি জানি যে, তারা দেশের শান্তি চায়। গত ১১ নভেম্বর সরকারের আনা একটি বিল থাই সিনেট নাকচ করে দেয়ার পর দেশটিতে সরকার-বিরোধী বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। ওই বিলে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে ক্ষমা করে দেশে ফিরে আসার সুযোগ দেয়ার কথা বলা হয়েছে। বিক্ষোভকারীরা বলছে-ইংলাক প্রধানমন্ত্রী হিসেবে কাজ করলেও কার্যত নির্বাসনে থেকে দেশ চালাচ্ছেন তার ভাই থাকসিন। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন এবং তারপর থেকে নির্বাসিত জীবন যাপন করছেন। খবর রেডিও তেহরানএর #