পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ শুক্রবার। সারাদেশে পরিপূর্ণ ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালিত হবে। গাউসুল আযম বড় পীর হজরত আবদুল কাদের জিলানীর (রহ.) ওফাত দিবস বিশ্বের মুসলমানের কাছে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ নামে পরিচিত। ‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে এগারোর ফাতেহা শরিফকে বোঝায়। এই পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম শরিফ ইমামুল আউলিয়া পীরানে পীর গাউসুল আযম দস্তগীর হজরত মুহিউদ্দিন আবদুল কাদের জিলানীর (রহ.) স্মরণে পালিত হয়।
এদিকে ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি উপলক্ষে ফাউন্ডেশনের উদ্যাগে গতকাল বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ সাহানে ‘ইসলাম প্রচারে গাউসুল আযম হজরত মুহিউদ্দিন আবদুল কাদের জিলানীন (রহ.)’ শীর্ষক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদনা/শাবানা মন্ডল /০৩.২৬ঘ /২২ ফেব্রয়ারি