পরমাণু ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকায় হামলার ক্ষমতা আছে উ. কোরিয়ার

uk

উত্তর কোরিয়ার যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার মহড়া চলছে

আন্তর্জাতিক ডেস্ক:- মার্কিন বিমান প্রতিরক্ষা বিভাগ দাবি করেছে,  আমেরিকায় পরমাণু অস্ত্রবাহী আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর সক্ষমতা উত্তর কোরিয়ার আছে  দেশটি ভ্রাম্যমাণ লাঞ্চার থেকে জাতীয় হামলা চালাতে পারবে এবং জাতীয় লাঞ্চারের অবস্থান খুঁজে বের করা কঠিন বলেও দাবি করেছেন মার্কিন বিমান প্রতিরক্ষা বাহিনীর প্রধান অ্যাডমিরাল উইলিয়াম গর্টনি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর দেয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি

 উত্তর কোরিয়ার জাতীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কোনো আলামত পর্যন্ত পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, তবে দেশটির পরমাণু অস্ত্র দিয়ে হামলার ক্ষমতা আছে সেটা ধরে নেয়া বুদ্ধিমানের কাজ হবে। অ্যাডমিরাল উইলিয়াম গর্টনি বলেন, ট্রাকের মতো বাহনের ওপর বসানো থাকে  ভ্রাম্যমাণ লাঞ্চার ফলে এগুলো খুঁজে বের করা এবং প্রতিরোধ করা আমেরিকার জন্য কষ্টসাধ্য।  কিন্তু তারপরও মার্কিন বিমান প্রতিরক্ষা বিভাগ মনে করে আমেরিকার পশ্চিম উপকূল লক্ষ্য করে রকম ক্ষেপণাস্ত্র ছোঁড়া হলে তা শনাক্ত ধ্বংস করা যাবে বলে জানান তিনি।  

 এদিকে, জনহপকিন্স বিশ্ববিদ্যালয়ের আমেরিকাকোরিয়া ইন্সটিটিউটের এক প্রতিবেদনে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের বিষয় প্রশ্ন তোলা হয়েছে। এতে বলা হয়েছে, পিয়ংইয়ংএর ক্ষেপণাস্ত্রের আমেরিকায় আঘাত হানার ক্ষমতা নিয়ে নানা প্রশ্ন রয়েই গেছে। দেশ।খবর-রেডিও তেহরান, কিন্তু দেশটির অস্ত্রের বড়ো হুমকির মুখে রয়েছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া

 

Exit mobile version