পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে আল্টিমেটাম দিলো -গণজাগরণ মঞ্চ

  জি নিউজ বিডি ডট নেট ঃ- পাকিস্তানের  সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারকে আল্টিমেটাম দিয়েছে  গণজাগরণ মঞ্চ। আজ পাকিস্তান দূতাবাসের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ আল্টিমেটাম দেয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে এ ঘোষণা না দেয়া হলে আগামী কাল বিকাল তিনটায় ফের দূতাবাস ঘেরাও করা হবে।  একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদ জানিয়ে ১৬ই ডিসেম্বর পাকিস্তান জাতীয় পরিষদে এক শোক প্রস্তাব গৃহীত হয়। এরপ্রতিবাদ জানায় বাংলাদেশ। ওই ঘটনার প্রতিবাদে পাকিস্তান দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দেয় গণজাগরণ মঞ্চের কর্মীরা। এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে পাকিস্তান দূতাবাসের উদ্দেশে রওনা হলে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের গুলশান-২ নম্বর গোলচত্বর এলাকায় আটকে দেয় পুলিশ। সেখানে তাঁরা সংক্ষিপ্ত সমাবেশ করেন ও পাকিস্তানের জাতীয় পতাকা পোড়ান। পরে তাঁরা আবারও মিছিল নিয়ে পাকিস্তান দূতাবাসের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। বাধা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যান গণজাগরণ মঞ্চের সদস্যরা। এ সময় তাঁরা পাকিস্তানবিরোধী স্লোগান দেন ও বিক্ষোভ করেন। সেখান থেকে তাঁদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয় পুলিশ। পরে পাকিস্তান দূতাবাস এলাকা ছেড়ে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা অস্ট্রেলীয় দূতাবাসের সামনে গিয়ে সমাবেশ করেন। গণজাগরণ মঞ্চের দাবি, পুলিশের ধাওয়ায় ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসুসহ আটজন আহত হয়েছেন। পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলার নিন্দা জানান ইমরান এইচ সরকার। এদিকে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুত্ফুল কবির গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর পুলিশ চড়াও হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন।তিনি এ ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন। সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ ঘাতক-দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবীর অন্যরা বক্তব্য দেন। তাঃ-  ১৮ ডিসেম্বর ২০১৩

Exit mobile version