পাকিস্তানে ঈদের দিনে বন্দুকধারীদের নির্বিচার গুলিতে নিহত অন্তত ৯ জন

অনলাইন ডেস্ক, জি নিউজঃ- পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটায় শুক্রবার ঈদের জামাত শেষ মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার সময় বন্দুকধারীদের নির্বিচার গুলিতে নিহত হয়েছে অন্তত জন এছাড়া হামলায় অন্তত আহত হয়েছে প্রায় ১৭ জন শুক্রবার দুপুরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর প্রকাশ করেস্থানীয় পুলিশ কর্মকর্তা সুলতান আহমেদ হামলার সত্যতা নিশ্চিত করেছেন এর আগের দিন কোয়েটার একটি মসজিদে এক পুলিশের দাফনানুষ্ঠান শুরুর মুহূর্তে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছিল আত্মঘাতি ওই হামলায় নিহতদের অধিকাংশই পুলিশ সদস্য স্থানীয় পুলিশ কর্মকর্তা বশির আহমেদ ব্রোহী জানান, ঈদের নামাজ শেষে মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন ঠিক তখন চার বন্দুকধারী এলোপাতাড়ি গুলি শুরু করে তিনি আরো জানান, মসজিদে নামাজ পড়তে আসা পাকিস্তান পিপলস পার্টির(পিপিপি) সাবেক প্রাদেশিক মন্ত্রী আলী মাদাদ জাত্তাককে লক্ষ্য করে‍ই এই হামলা চালানো হয়তবে জাত্তাক অক্ষত রয়েছেন এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনিআফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটায় সাম্প্রতিক সময়ে জাতিগত সংঘাত বেড়েই চলেছেউল্লেখ্য, শুক্রবার মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর পালিত হচ্ছেএদিকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় ইতোমধ্যেই নিজ নাগরিকদের পাকিস্তান ভ্রমণ না করার ব্যাপারে সতর্ক করেছে এবং লাহোরের মার্কিন কনস্যুলেট থেকে অ-গুরুত্বপূর্ণ স্টাফদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে

 

 

Exit mobile version