আন্তর্জাতিক ডেস্ক :- পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে আত্মঘাতি বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছে। আজ সকালে সেনাবাহিনীর একটি চেক পোস্টের কাছে এ হামলা চালানো হয়। পাকিস্তান পুলিশের একজন পদস্থ কর্মকর্তা বলেছেন, আত্মঘাতি ওই বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য এবং একজন মহিলা ও দু’টি শিশুসহ সাত বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। আহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর বেশ ক’জন সদস্য এবং একদল ছাত্রও রয়েছে যারা ঘটনার সময় ওই এলাকা পার হচ্ছিল। প্রাথমিক খবরে বলা হয়েছে, এ আত্মঘাতি হামলায় পাঁচ থেকে আট কেজি বিস্ফোরণ ব্যবহার করা হয়েছে। আহতদেরকে দ্রুত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। বিস্ফোরণের পরপরই পাকিস্তানের তালেবান মুখপাত্র নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে, উপজাতি অধ্যুষিত এলাকায় সেনাবাহিনীর হামলার বিরুদ্ধে তালেবানদের এ ধরনের প্রতিক্রিয়া দেখানো অব্যাহত থাকবে। গত ২৪ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এটা ছিল তালেবানদের দ্বিতীয় হামলা। গতকাল পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে সেনাবহরে ভয়াবহ হামলায় ২৩ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়। খবর রেডিও তেহরান তাঃ-২১ জানুয়ারি২০১৪ #