আন্তর্জাতিক ডেস্কঃ-পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন স্কুল শিক্ষার্থী রয়েছে। যাত্রীবাহী বাসটি পাকিস্তানের কেন্দ্রীয় পাঞ্জাব প্রদেশ থেকে যাত্রা করে সোয়াত জেলার কালাম হিল স্টেশনে যাচ্ছিল। মঙ্গলবার সকালে এটি কালাম হিলে পৌঁছার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। সোয়াতের সিনিয়র পুলিশ কর্মকর্তা মেহমুদ আসলাম জানিয়েছেন, এ দুর্ঘটনায় ১০ শিশু ও পাঁচ নারীসহ ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো সাত যাত্রী।” তিনি আরো জানান, “এই মুহূর্তে আমরা দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছুই বলতে পারছি না। চলন্ত অবস্থায় গাড়ি চালক ঘুমিয়ে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।” স্থানীয় পুলিশ কর্মকর্তা শাকিল খান হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।খবর-রেডিও তেহরান,ভাঙাচোরা গাড়ি ও রাস্তাঘাট এবং বেপরোয়া ড্রাইভিং এর কারণে পাকিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনা হয়।