অনলাইন ডেস্ক, জি নিউজঃ-মঙ্গলবারে পাকিস্তানে এক শক্তিশালী ভূমিকম্পের ফলে কম করে হলেও ৪৫জন নিহত,হওয়া খবর দিয়েছে রয়টার সংস্থা , স্থানীয় পুলিশের উত্স থেকে পাওয়া খবর হিসাবে. মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক পরিষেবার তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেল অনুযায়ী ৭, ৭ মাত্রার. ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে এর কেন্দ্র ছিল বেলুচিস্তান প্রদেশ, আভারান নামের শহর থেকে ৬৬ কিলোমিটার দূরে, মাটির নীচে ২০ কিলোমিটার গভীরে এর সূত্রপাত. উল্লেখযোগ্য হল যে, এখানে বিগত কয়েক দশক ধরে মার্কিন সামরিক বিশেষজ্ঞরা নিয়ন্ত্রিত ভূমিকম্প নিয়ে কাজ করছে,,খবর রেডিও রাশিয়ার