পাক-ভারত ওয়াগা সীমান্তে আত্মঘাতী হামলা: ৫৫ নিহত

আর্ন্তজাতিক ডেস্ক:- পাক- ভারতের ওয়াগা সীমান্তে গতকাল রোববার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫৫ জন নিহত এবং ১২০ জনের বেশি আহত হয়েছে। সীমান্ত নিকটবর্তী পাকিস্তানের আধা সামরিক বাহিনীর চেক পয়েন্টর কাছে অবস্থিত একটি রেস্টুরেন্টের বাইরে এ বোমা হামলা চালানো হয়েছে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর তিন সদস্যসহ নারী ও শিশু রয়েছে বলে জানা গেছে। এক পরিবারের আট সদস্য এ ঘটনায় মর্মান্তিক ভাবে নিহত হয়েছে।

ওয়াগা সীমান্তে আনুষ্ঠানিক ভাবে পাকিস্তান ও ভারতে পতাকা নামানোর পর উৎসাহী ও কৌতূহলী জনতা যখন প্যারেড গ্রাউন্ড থেকে চলে যাচ্ছিল তখন এই পৈশাচিক হামলা হয়। স্থানীয় সময় সন্ধ্যা ৫-৫০ মিনিটে এ হামলা চালানো হয়েছে।পাকিস্তানের আধা সামরিক বাহিনী পাঞ্জাব রেঞ্জার্সের ডিজি, মেজর জেনারেল তাহির জাভেদ তার বাহিনীর তিন সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া অপর পাঁচজন মারাত্মক ভাবে আহত হয়েছে বলে জানান তিনি।

আত্মঘাতী হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, হামলাকারী প্রবেশ পথের মুখে স্থাপিত প্রথম স্ক্যানারের কাছে দাঁড়িয়ে ছিল এবং সে নিরাপত্তা এলাকার ভেতর ঢুকে নি। এ স্থানটি প্যারেড গ্রাউন্ড থেকে পাঁচ/ছয়শ’ গজ দূরে অবস্থিত বলে জানান তিনি। এ ছাড়া পাঞ্জাব প্রদেশের পুলিশ প্রধান মোশতাক সুখেরা একে আত্মঘাতী হামলা বলে নিশ্চিত করেছেন।পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছে ।
এ হামলার ঘটনায় আলাদা ভাবে শোক প্রকাশ করেছেন পাক প্রেসিডেন্ট মামনুন হোসাইন, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ।
এদিকে তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি’র দলছুট গোষ্ঠী জামাতুল আহরার এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। এ দলের মুখপাত্র এহসানউল্লাহ এহসান টেলিফোনে পাকিস্তানের একটি ইংরেজি দৈনিককে এ কথা জানিয়েছে। এ ছাড়া এর আগে নিষিদ্ধ ঘোষিত জন্দুল্লাহ গোষ্ঠীও এ হামলার দায়িত্ব স্বীকার করেছিল। তবে জুন্দল্লাহর এ দাবিকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন এহসান। খবর:রেডিও তেহরান, উত্তর ওয়াজিরিস্তানে চলমান সামরিক হামলার প্রতিশোধ নেয়ার জন্য আজকের হামলা চালান হয়েছে দাবি করে আরো হামলা চালানো হবে বলে হুমকি দেন তিনি।

Exit mobile version