পিএসসির মাধ্যমে ১৩ হাজার ৫৩৫ প্রার্থীকে সুপারিশ করা হয়েছে

সংসদ রিপোর্টার :
সংসদ কার্যে সরকারি কর্মকমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মহাজোট সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে আজ পর্যন্ত পিএসসির মাধ্যমে ১৩ হাজার ৫৩৫ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে বিসিএস ক্যাডার পদে ১০ হাজার ৭৫ জন, নন-ক্যাডার ১ম শ্রেণীর পদে ৯৭১, নন-ক্যাডার (১ম ও ২য় শ্রেণী) ২ হাজার ৪৯৩ জন আছেন। সৈয়দ আশরাফ গতকাল সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির মুজিবুল হকের প্রশ্নের জবাবে একথা বলেন।
তিনি বলেন, পিএসসির কার্যক্রমকে আরো গতিশীল ও আধুনিকায়নের লক্ষ্যে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত জনবল নিয়োগের লক্ষ্যে পিএসসি গৃহীত পরীক্ষার মানোন্নয়নের জন্য পরীক্ষা পদ্ধতি আধুনিকায়ন করা হয়েছে। পরীক্ষার পাঠ্যক্রম যুগোপযোগীকরণ, প্রশ্নপত্রের মানোন্নয়ন, কম্পিউটারভিত্তিক পরীক্ষা পদ্ধতির প্রবর্তন এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কর্মকা পর্যায়ক্রমে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে।
এছাড়াও সরকারের ডিজিটালাইজেশন কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে ২০১২ সালে ৩৩তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র অনলাইনে গ্রহণ কার্যক্রম শুরু করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পিএসসির কার্যক্রমকে আরো গতিশীল ও আধুনিকায়নের লক্ষ্যে কমিশনের জনবলের জন্য ২১ শতকের উপযোগী নতুন অর্গানোগ্রাম তৈরি ও কর্মরত জনবলের কার্য সম্পদনের সাথে পদোন্নতিকে সংযুক্ত-সম্পৃক্ত করা, কাজের গতিশীলতা বৃদ্ধির জন্য এর নিজস্ব জনবলকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে একটি দক্ষ ও বিশেষায়িত গ্রুপ তৈরি করা হবে।
সম্পাদনা/শাবানা মন্ডল /০২.৫০ঘ /১মার্চ

Exit mobile version