পিএসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু

psc=13মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী ঃসারা দেশের ন্যয় শেরপুরের সীমান্তবর্তী  ঝিনাইগাতী উপজেলায় ২০ নভে¤^র বুধবার সকালে এক যোগে ১১ টি কেন্দ্রে পিএসসি ও ১টি কেন্দ্রে ইবতেদায়ী সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়  থেকে ৩০০৮ জন ও মাদ্রাসা থেকে ২৪৩ জন পরীক্ষার্থী  পরীক্ষায় অংশ গ্রহন করে। আর অনুপস্থিত ছিল- প্রাথমিক বিদ্যালয়ের ২৯৯ জন, মাদ্রাসার ৬৬ জন। অবাধ, সুষ্ট ও পরিছন্ন পরিবেশের মধ্যে দিয়ে ১ম দিনের ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনী। কেন্দ্র গুলো হচ্ছে, রাংটিয়া, আহম্মদ নগর, ফাকরাবাদ, ধানশাইল, খাংশা, নাচনমহুরী-১, বাকাকুড়া বাজার, মালিঝিকান্দা, চেঙ্গুরিয়া, পাইকুড়া, বনগাঁও বাজার সঃ প্রাঃ বিঃ ।  এ পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, থানার অফিসার ইনচার্জ গোলাম হায়দার, উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান ।

Exit mobile version