পুরুষত্বহীনতা ও কোষ্ঠকাঠিন্যের জন্য দায়ী একই প্রোটিন

woman-sexless-marriageঅনলাইন ডেস্কঃ- পুরুষত্বহীনতা যেকোন সুস্থ পুরুষের কাছেই মনে হতেই পারে একটি যন্ত্রণাদায়ক ব্যাধি। তাই এর সমাধান খুঁজতে প্রতিযোগিতায় নেমেছে বিশ্বের বহু গবেষক দল। প্রতিযোগিতার দৌড়ে অবশেষে হার্ভাড বিশ্ববিদ্যালয়ের এক বাঙালি চিকিত্‍সকের নেতৃত্বাধীন গবেষকদল এ সমস্যার প্রধান কারণ চিহ্নিত করতে পেরেছে বলে দাবি করেছে।হার্ভাড মেডিক্যাল স্কুলের ডাঃ চৌধুরীর নেতৃত্বাধীন গবেষক দলের দাবি,  পুরুষত্বহীনতা এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যার পিছনে একই কারণ বিদ্যমান। কারণটি হলো ‘মায়োসিন ভা (মায়োসিন ভি এ)’ প্রোটিন। স্নায়ু কোষের মধ্যে অবস্থিত এই বিশেষ প্রোটিনের অভাবেই বেড়ে যায় পুরুষত্বহীনতা। আপাতত এই প্রোটিনের ঘাটতি মেটাতে কোন ওষুধ তৈরি করা যায়, সেই খোঁজে নেমেছে গবেষক দলটি। গবেষক দলের প্রধান ডা. চৌধুরী বলেন, এই প্রথম দুটি রোগের জন্য দায়ী প্রোটিনটি চিহ্নিত করা গিয়েছে৷ এর ফলে জানা সম্ভব হল যে পুরুষহীনতা এবং কোষ্ঠাকাঠিন্যের জন্য একই ধরনের কোষের ত্রুটি দায়ী। এই পরীক্ষা ইঁদুরের ওপর চালানো হলেও এর থেকে উপকৃত হবেন মানুষও। শুধুমাত্র সাধারণ মানুষ নয় দেখা গিয়েছে, ডায়বেটিসে আক্রান্ত ব্যক্তিদের শরীরে মাইয়োসিন ভা প্রোটিনের ঘাটতি দেখা দেয়। ফলে ডায়বিটিসে আক্রান্তরাও উপকৃত হবেন আশা করি। ডায়বিটিসে আক্রান্ত মানুষের শরীরেও এই প্রোটিনের প্রবল ঘাটতি নজরে এসেছে৷ ফলে ডায়াবিটিসে আক্রান্ত ব্যক্তিদের সহজে পরিশ্রান্ত, বমি, বুক জ্বালা, অম্বল, কোষ্ঠকাঠিন্য এবং পুরুষত্বহীনতার জন্য এই প্রোটিন ঘাটতিই দায়ী তা সহজেই অনুমেয়৷’
তিনি আরো বলেন, স্বাভাবিক কাজের সময় অন্ত্র কিংবা পুরুষাঙ্গের ভিতরে অবস্থিত স্নায়ু কোষের মধ্যে অতি বিক্রিয়াশীল গ্যাস নাইট্রাস অক্সাইড তৈরি হয়। স্বাভাবিক প্রক্রিয়াতে স্নায়ু কোষের ডগায় নাইট্রাস অক্সাইড তৈরি হতে সাহায্য করে মায়োসিন ভা প্রোটিন। এই গ্যাস জাতীয় রাসায়নিক অন্ত্রের এবং পুরুষাঙ্গের পেশীগুলির স্বাভাবিক কাজ-কর্ম সুনিশ্চিত করে। এ দেশে পঞ্চাশোর্ধ পুরুষদের মধ্যে এই দুটি ব্যাধির প্রকোপ ক্রমেই বাড়ছে৷পরিসংখ্যানে দেখা যায়, ভারতে পঞ্চাশের আশপাশে থাকা প্রতি দশজন পুরুষের মধ্যে অন্তত একজন মিলবে যে কি না গ্যাস, অম্বল, কোষ্ঠকাঠিন্য কিংবা পুরুষত্বহীনতায় ব্যতিব্যস্ত। গ্যাস, অম্বল, বুক জ্বালা কিংবা কোষ্ঠকাঠিন্যের জন্য মাসের পর মাস ডাক্তার দেখিয়ে, ওষুধ খেয়েও খুব একটা সুরাহা করে উঠতে পারেননি অধিকাংশ লোকজন। আর, পুরুষত্বহীনতা এমন সমস্যা যে তা নিয়ে ভারতে কেউই প্রকাশ্যে কথা বলেন না। আর সেজন্য গোপনে চিকিত্‍সা করাতে গিয়ে বহু মানুষই ভুল পথে পরিচালিত হয়েছেন। এমন ঘটনাও আছে যেখানে কোন ব্যক্তি চিকিত্‍সার প্রতিশ্রুতি পেয়ে ভুল চিকিত্‍সার শিকারও হয়েছেন। সূত্র-ইন্ডিয়া টাইমস।

Exit mobile version